ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে, মৃত্যু ৫৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রবিবার (৪ এপ্রিল) সকালে আকস্মিক বন্যা দেখা দেয়। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস দ্বীপে ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়।


বন্যায় বাড়ি-ঘর, ব্রিজ এবং রাস্তা-ঘাঁট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জাতি এএফপিকে বলেন, পূর্ব ফ্লোরস দ্বীপে ৫৫ জনের মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এমনকি এখনো অনেকেই মাটিচাপা পড়ে আছেন।


মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বৃষ্টিপাত এখনো হচ্ছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরেই আবহাওয়া খারাপ থাকতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা।


এ দিকে সোমবার বিমা শহরেও বন্যায় দু'জনের মৃত্যু হয়েছে। চার স্থানে বাঁধের ওপর পানি উপচে পড়ছে। বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যার ঘটনা প্রায় দেখা যায়।


এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভার সুমেদাং শহরে বৃষ্টি, বন্যা ৪০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে বোর্নো এলাকায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

ads

Our Facebook Page